পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। ૨૧હ যাত্রার দলেতে দেখি বেশ করিয়ে হয় রে যোগী, ঠিক যেন সে জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নয় । ফকীর-বৈষ্ণবের তরে ভক্তিকে ভৎসনা করে, নইলে কেন বেহাল পরে বোল্‌লে কিছু শুনতে পাই না জানি এই কলির শেষে আর কত রং উঠবে দেশে, লালন ভেড়ের দিন গিয়েছে যে বঁাচ সে দেখবে ভাই О о о সদা সোহাগিনী ফকীর সাদা যে হয় । তবে কেন কেহ কেহ বেদাত-সেদাত কয় । যার নাম সাদা সেইতো গাহান কোরানে তার বলছে লাহান তা নইলে কি হাদিস কিতাবে রাগ-রাগিণী দেয় ।