পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቅUዓõ লালন শাস্তু ও লালন-নীতিক সব গান যদি বেদাত হ’তো তবে কি ফেরেশতায় গেতো দেখ নবীকে মেহ্রাজ পথে বৃত্য-গীতে নেয় । আাধখোট্ট পেনি বাঙ্গালী ভাই, যত গোল বাধায়, গানের ভাব বিশেষে ফল দিবেন সাই, লালন ফকীর কর । । ৩ ০১ ভক্তের দ্বারে বাধা আছে সাই । হিন্ম কি যবন বলে কোন জাতের বিচার নাই । শুদ্ধ ভক্তি মাতোয়ালা, ভক্ত কবীর জেতে জোলা, সে যে ধরেছে রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই । রামদাস মুচির ভবের পরে ভক্তির বল সে সদায় করে তার সেবায় স্বগে ঘণ্টা পড়ে শুনি সাধুর ঠাই ॥১ ১. মূল পাঠ শুনি সাধুর শাস্ত্রে তাই লালন-গীতিকা অবলম্বনে এই পাঠ সংশোধিত হ’ল ।