পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালনগীতিক, ම් ෆළු চিরদিন কঁাচা বাশের খাচা থাকবে না। পার্থী যাবে উড়ে থাকবে পড়ে কেউ রাখিতে পারবে না। কোনদিন পাখী দিবে ফাকি সদাই মনে ভাবনা তোমার মনচিন্তা ভবচিন্তা গুরুচিস্তা হলো না । যারে বলো আপন আপন কেউ তো সংগে যাবে না। হঠাৎ আসবে শমন করবে দমন কেউ রাখিতে পারবে না। পিতা মাতা দারা সুত, আত্মীয় সহৃদ জনা দিয়ে কাচা বাশে ভাংগা চাচে মরা বলে ছোবে না । শুন ওরে মন পাখী ছাড় মিছে ভাবনা লালন রে তুই ধর, চরণ, কর স্মরণ মরণের ভয় রবে না ৷