পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮৪ লালন শাহ ও লালম-গীতিক। C)e আমার দেখে-শুনে জ্ঞান হ’লো না । আমি কি করিতে কি করিলাম আমার দুগ্ধেতে মিশিল চোন । মদন রাজার ডঙ্কা ভারি হ’লাম তাহার আজ্ঞাকারী আমি যার মাটিতে বসত করি চিরদিন তারে চিনলাম না । রাগের আশ্রয় নিলে তখন কি করিতে পারে মদন আমার হ’ল কামলোভী মন মদন রায়ের গাঠরী-টানা । উপর হাকিম একদিনে কৃপা করতেন নিজ গুণে দীনের অধীন লালন ভণে যেত রে মনের দোটানা । ( লা-গী, ৯১ সংখ্যক গান, পৃঃ ৬৩ ) ○obr আমার মনের মানুষেরি সনে মিলন হবে কত দিনে ।