পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জালন শাস্তু ও লালন-গীতিক। চাতক-প্রায় অহনিশি চেয়ে আছি কালো শশী, হবো বলে চরণ-দাসী ( ও ) তা হয় না কপাল গুণে ৷৷ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ কালারে হারায়ে তেমন রূপ হেরিয়ে দর্শনে । যখন ঐ রূপ স্মরণ হয় থাকে না লোক-লজার ভয় ফকির লালন বলে সদায়, ( ও ) প্রেম যে করে সেই জানে । ( লা-গী, ৩৬২ সংখ্যক গান, পৃঃ ২৪৮ ) UDeసి ওগো জ্যান্তে মরা সে প্রেম-সাধনে তা কি পারবি তোরা । সে প্রেমে কিশোরী-কিশোর মজেছে দু’জনে । কামের কামী নিষ্কামিনী হয় কামরূপে কামশক্তির আশ্রয় তার সন্ধি জানা বড়ই সে নয় জীবের মনে ।