পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Αμυ লালন শাহ্ ও লালন-ৰীতিক। ৩১২ কে বোঝে তোমার অপার লীলে । তুমি আপনি আল্লাহু ডাকো আল্লাহ্ বলে । নরেকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারি তুমি সাকারে স্বজন, গঠলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে । নিরাকার নিগম ধ্বনি সেও তো সত্য সবাই জানি, তুমি আগমের কুল, দীনের রসুল আবার আদমের ধড়ে জান হইলে আত্মতত্ত্ব জানে যারা, নিগুঢ় লীলা দেখছে তারা ও সে নীরে নিরঞ্জন অকৈতবের ধন, লালন খুজে বেড়ায় বন-জঙ্গলে । ( লা-গী, ২০২ সংখ্যক গান, পৃঃ ১৩৬ ) 9్ఫరి কোথায় গেলি রে কানাই । সকল বন খুজিয়ে তোরে নাগাল পাই নে ভাই