পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। মন বোঝ না তীর্থ করা, মিছামিছি হেঁটে মরা, পেঁড়োর কাজ হয় পিড়েই সারা নিষ্ঠা হয় মন যষ্ঠপি । বার ভাটি বাংলা জুড়ে একই মাটি আছে পড়ে সিরাজ সাই কয়, লালন ভেড়ে ঠিক দাও আপন নসিবী । ( লা-গী, ৮ সংখ্যক গান, পৃঃ ৭ ) SS& জান রে মন সেই রাগের করণ । যাতে কৃষ্ণ বরণ হ’ল গৌর বরণ । শত কোটি গোপীর সংগে কৃষ্ণপ্রেমে রস-রঙ্গে, সে যে টলের কার্য নয় অটল না বলায় সে আর কেমন । রাধারে কি ভাব কৃষ্ণেরে। কিভাবে বশ গোপীকারো সে ভাব না জেনে সে সঙ্গ কেমনে পাবে কোন জন ।।