পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক জ্যোতিতে রতির উদয় সামাতে কি তাই জানা যায় । তাতে কত রূপ দেখা যায় লাল মতি । যখন নিঃশব্দ শবোরে খাবে তখন ভাবের খেলা ভেঙে যাবে লালন কয়, দেখবি তবে কি গতি । প্র ( লা-গী, ১৫০ সংখ্যক গান, পৃঃ ১০২ ) 9Sమ দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে । ভাব-নদীর তুফানে তার কি নৌকা ডোবে । ভুলে না মন কারে ধোকায়, চড়ে সে তরীকের নৌকায় বিষম ঘোর তুফানের দায় বঁাচাবি ওরে । তরীকতের নৌকা খানি এস্ক নাম তার বলায় শুনি বিনে হাওয়ায় চলছে ওমনি | রাত্র দিবে। ఫిషిని