পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇవ8 লালন শাহ ও লালন-গীতিক। সে নৌকা যে না চড়ি কেমনে দিব ভব পাড়ি লালন বলে, এহি"ঘড়ি দেখ না মন ভেবে । ]* ( লা-গী, ২০৫ সংখ্যক গান, গুন ১৩৮ ) ७२ ● নামে রসিক নাম ধরিয়ে মন বেড়াও জগৎ মাতিে ভাব জান না ভাবের ডোঙা ভাঙ্গিলে মাটি গুতিয়ে । পেয়েছ জলসেঁচা এক চাকরি জড়িয়ে ধরি মেরে গুড়ি সেচলে সুরু আখেরি রসিক যারা চতুর তারা আছে হাওয়ায় ফাদ পাতি।য়ে নাদায় গুড় নাই রে মনী, খাপরি ভাঙ্গা, ঘুরে বেড়িয়ে হ’ল না, তুই গাড়ে পড়লি, চুবনি খেলি তবু উঠিস কুত-কুতিয়ে । রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ