পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালস-গীতিকা రిఫ్చిa সামান্তে কি অধর চাদে পাবে। যার লেগে হ’ল যোগী দেব-মহাদেবে । ভাব জেনে ভাব না দিলে তখন বৃথা যাবে সে ভক্তি-ভজন, বাঞ্ছা যদি হয় সে চরণ \ ভাব দে না সে ভাবে ।। ষে ভাবে সগিাপিনীর হয়েছিলো পাল পারা, চরণ চিনে তেমনি ধারা ভাব দিতে ( তায় ) হবে । নি-হেতু ভজন গোপিকার তাইতে সদায় বাধা নটবর লালন বলে, মন রে তোমার মরণ ভব-লোভে । ( লা-গী, ১৮৯ সংখ্যক গান, পৃঃ ১২৭ ) , ORby সাইয়ের লীলা দেখে লাগে চমৎকার । ( সে না ) সুরাতে করিল স্বষ্টি, আকার কি সে নিরাকার ।