পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক ෆ•ථ বাজিল কেলির আরতি পিছ প’ল ভাই মালীর প্রতি ময়ুরের বৃত্য দেখে পেঁচায় কেমনে ধরতে বসে । , শালগ্রামকে করিয়ে নোড়া ভূতের ঘরে ঘণ্টা নাড়া কলির তো এমনি দাড়া আসল কাজে সব ভুল পড়েছে । সবাই কেনে পিতল দান৷ জহুরির তো মূল হ’ল না লালন কয়, গেল জানা চটকে জগত মেতেছে । 9రిని সোনার মানুষ ঝলক দেয় দ্বিদলে । যেমন মেঘে বিদ্যুত খেলে । দল নিরূপণ হবে যদি জানা যায় সে রূপ-নিধি মানুষের করণ হবে সিদ্ধি সে রূপ দেখিলে । (লা-গী, ৪৩২ সংখ্যক গান, পৃঃ ২৯৯ ) ১. লালন কয়ে গেল, জানা (লা-গী), সংশোধন করে "লালন কর, গেল জানা’ করা গেল ।