পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক কোথা হে দয়াল হরি, আপনি এসে হও কাণ্ডারী, তোমায় স্মরণ করি, ভাসাই তরী, লালন কয়, যেন বিপাকে না পড়ি । ( বা-বা-বা-গা, ১১৬ সংখ্যক গান, পৃঃ ১২ ) ○○8 ওরে আলোকের মানুষ আলোকে রয়। শুদ্ধ প্রেম-রসিক বিনে কে তারে পায় । রস-রতি অনুসারে নিগুঢ় ভেদ জানতে পারে, রতিতে মতি ঝরে, মূল খণ্ড হয় । লীলায় নিরঞ্জন আমার আধ-লীলা করলেন প্রচার জানলে আপনার জন্মের বিচার সব জানা যায় । আপনার জন্মলতা জানগে তার মূলটি কোথা, লালন কয়, শেষের কথা সাই পরিচয় । ( হবে শেষে সঁাই-পরিচয় ) ( বা-বা-ব-গা, ৪৯ সংখ্যক গান, পৃঃ ৪৭ )