পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। Óeማ পলক ভরে পড়ে চড়া, পলকে রয় তায় গুণীরা সে ঘাট বেঁধে মৎস্য ধরা সামান্সের কাজ নয় । বিনে হাওয়ায় মোঁজ খেলে ত্রিখণ্ড হয় ত্রিপিনালে তাহে ডুবে রত্ন তোলে রসিক মহাশয় গুরু যদি হয় কাণ্ডারী, অথাই দিতে পারে রে পাড়ি, লালন বলে, তারা সাধন জোরে শমন এড়ায় । ( বা-বা-বা-গা, ১৪১ সংখ্যক গান পৃঃ ১০৯-১০ ) උළුණු সদায় মুখে-দেলে রাখ গো সাই । বান্দার এক দমের ভরসা নাই । কে যে হিন্দু আর কে যবনের চেলা, ওরে পথের পথিক চিনে ধরে এই বেলা । পিছে কাল শমন থাকে সর্বক্ষণ কোনদিন বিপদ ঘটায় ভাই ।