পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। সর্বজয় হাকিমের তরে আরজী করি বারে বারে লালন বলে, আমার পানে একবার ফিরে চাইলে না । ( ভা-স, ৭১ সংখ্যক গান, পৃঃ ১২১ ) O8e মনের লেঙ্গ-টি এটে কর রে ফকিরী । আমানতের ঘরে যেন হয় নাকো চুরি । এদেশে দেখি সদায়, ডাকিনী-বাঘিনীর ভয়, দিনেতে মানুষ ধরে খায়, থাকবে হু”শিয়ারী । বারে বারে বলি মন কর রে আত্ম সাধন, আকর্ষণে দুষ্ট মার ধরি ধরি। কাজে দেখি বড় ফো'ড়ে লেংটা তোমার নড়বোড়ে, খাটবে না রে লালন ভেড়ে টাকশালে চাতুরী । ( ভী-স, ২০০ সংখ্যক গান, পৃঃ ১৬৯ )