পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపి লালন শাহ ও লালনগীতিকা এক মন কয় জায়গয়ে বিকায়, তা-ত বুঝলাম না । যদি থাকতো শু্যাম গোকুলে তবে কি কুজারে স্পর্শ করত না লজ্জায় মরে যাই অমন প্রেম আর করব না । যেমন চন্দ্রাবলী, তেমন রাখালগুলি থাকে দু’জন শুনে রাধার বোল লালনের বোল সরে না ৷ ” ( ভা-স, পৃঃ ১৪৪ ) W)8○ জান না রে মন, বাজী হারলে তখন লজ্জায় মরণ, শেষে রে আর র্কাদলে কি হয় । খেলা খেল মন-খেলারু, ভাবিয়া শ্ৰীগুরু অধোপথে মারা যেন নাহি যায়। এ দেশেতে যত জুয়াচুরী খেলা, টোটকা দিয়ে ফটকায় ফেলে রে মন ভোলা, তাই বলি, মন তোমারই খেলা খেল হু”শিয়ারী নয়নে নয়নে বঁাধিয়ে সদায় । গানটির পাঠ-বিকৃতি ঘটেছে সন্দেহ নেই