পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক 9్ఫరి চোরের সঙ্গে মন খাটেনা ধর্ম ছাড়া, হাতের অস্ত্র কভু ক’র না হাত ছাড়া অনুরাগের অস্ত্র ধরে, দুষ্ট দমন করে স্বদেশে গমন কর রে ত্বরায় । চুয়ানী বঁধিয়ে খেলে যেবা জন, সাধ্য কি তার অঙ্গে দিতে পারে হানা, লালন বলে আমি, তিন তেরো না জানি, বাজী সেরে যাওয়া ভার হলে আমার । ( ভা-স, পৃঃ ১৪৫ ) O88 যে জন শিন্ত হয় গুরুর খবর লয় । এক হাতে যদি বাজতো তালি, তবে দুই হাত কেন লাগায়। গুরু-শিষ্য এমনি ধারা চাদের কোলে থাকে তারা কাচা বাশে ঘুণে জর গুরু না চিনলে ঘটে তাই । গুরু লোভী শিপ্ত কামী প্রেম করা তার ছেচা পানি উলু-খড়ে জলছে অগ্নি, জলতে জলতে নিভে যায় ।