পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ర్ఫి8 লালন শাহ ও লালন-গীতিকা গুরু-শিন্ত প্রেম করা, মুঠের মধ্যে ছায়া ধরা শিরাজ সাই কয়, লালন, তেরা এমনি প্রেম করা চাই । ( ভা-স, পৃঃ ১৪৫ ) ○8○ ভবে আশক যার লজ্জা কি তার সে ডাকে দীন বন্ধুরে সে মাগে প্রাণ সখারে । দীনবন্ধু প্রাণ সখা, একবার দেখা দেও মোরে । বাহ কাজ ত্যজ্য করে দু’টি নয়ন দেয় সে রূপের দ্বারে । সদায় থাকে ওই রূপ নেহারে । ও সে শয়নে-স্বপনে কভু সে রূপ ভুলতে না পারে । আশকের ভেদ মাশুক জানে জানে না আর অস্ত্যজনে সদায় থাকে রূপ রস বদনে । সে প্রেম-মালা গলে দিয়ে ভাসে প্রেম-সাগরে ৷