পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা లి$6 মরণের ভয় নাইকো তার রোজ কিয়ামত রোজের মাঝার, মুরশিদ রূপটি ক’রেছে সার । ও রে তাজ মাল। সব ফেলে । আয় লালন যাই ভব-সিন্ধু পারে।* ÖS\} ওজুদের ভেদ কিছু বলি শোন রে মন । জেনে-শুনে আপনার আপনি হও চেতন । আগব আতশ খাক বাদে গঠেছে সাই আদম তন আপনার নুর তাতে ক’রেছে সে পত্তন । নূরেতে মোকাম ঘেরা তার ভিতরে সাত-সিতারা তার উপরে যুগল তারা আলো করে ত্রিভুবন । আঠারো চিজে অজুদ খাড়া বাইশ মোকাম আছে মোড়া তিন তারেতে নিচ্ছে খবর নেহাজ করে জান তোরা । ১. কুষ্টয়া-নিবাসী মুসলিম ফকিরের সৌজন্তে প্রাপ্ত