পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা t& oSጫ আমার শুনে যে ধন্দ হলো উপায় কি করি বল। যে কথা নাই কোরানে যোগী তা পায় ধ্যানে । সে মানুষ যায় না বনে আমরা দুঃখেতে প্রাণ গেল যেমন লোহার খাচায় সোনার তোতা বন্দী হয়েছিল । তাই মোর আল্লাজি দেখালে ভাল । যার বেটী মা খাতুনী । বাপের তার নামটী শুনি, কার জননী, মায়ের কয়ট পুত্র ছিল । নূর জহর যার নাম, কোন ব্যক্তি কোথায় মোকাম, শুনতে চাই তাহার বয়ান তোমরা যদি বলতে পারে । লালন শাহ ফকীরে বলে, জবাব বাদে ছওয়াল হলো যা বলা গেল । Ꮼ8br আমার সোনার নৌকায় লেগে নোনা রে তরী হয়েছে বানকানা । আমি কেমনে যাব ভব পারে রে পাড়ী বুঝি আর জমে না । শুনতে পেলাম উজান বঁাকে কত জাহাজ মারা গেছে সাবের আঁধারে । আমি ভয়েতে যাই না সেই নদীর কুলে রে আমার তুফান দেখে প্রাণ আর বঁাচে না ।