পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిశిe লালন শাহ ও লালন-গীতিকা এই যে নদীর নোনা পানি আর তিনটী ধারা প্রবল শুনি । পাড়ী তার ধার চিনে রে, দো ধরাতে পড়ে নৌকা কুম্ভ পাকে ঘোরে না । আমি ভাবছি বসে নদীর কুলে হয় কি না হয় এই কপালে পারের যন্ত্রণা রে ফকীর লালন বলে ওরে গোপাল* গুরুর চরণ আর ছেড়ে না । 98న এনে কোন ফুলের সৌরভে জগতকে মাতলি রে । সে ফুল কোথায় থাকে কোন মুলুকে সে ফুলের কি আকার রে৷ জমিন ছাড়া গাছ রে ডাল ছাড়া তার পাতা । ফল ছাড়া বীথি তাহার অসম্ভব কথা রে ।। ১. গানটি গোপালের । ভণিতায় গোপালের নাম আছে। খুব সম্ভবতঃ গোপাল লালনের শিস্য ছিলেন ।