পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক ৩২১ গাছের নামটী চম্পক লতা পুত্রের নাম তার হেম । কোন ডালেতে রসের কলি কোন ডালেতে প্রেম রে । ন শ৷ ফকীরে বলে পূনৰ ভক্তি প্রেমের নিগৃঢ় কথা । দিয়ে বস্তু নাই সে ধন খুজলে পাবে কোথা রে । , w)6 o এ কুন পয়দা হইল কেমনে । ভাবি চুকে মনে মনে । শুনি মানুষ শব্দে একটা কথা কেউ চড়ে যায় আট কাহারে । কেউ চড়ে যায় ঘোড়ার পৃষ্ঠে কেউ হ’াটে দুই চরণে। শুনতে পাই সাধকের মুখে বান্দার ছেরে কোরান আছে । ১. গানটি লালনের রচনা নয়,—খুব সম্ভবতঃ কোনো ভক্তের রচনা । ভাষা ও বর্ণনা-ভঙ্গীতেই তার পরিচয় আছে। তা ছাড়া ভণিতাটিও লক্ষ্যযোগ্য—“লালন শ৷ ফকীরে বলে" । লালন কোনো ভণিতাতেই ‘লালন শা’ ভণিতা দেন নি । প্রামাণ্য কোনো সংগ্রহেও এই গানটি লালনের বলে পাওয়া যায় নি । صدججة