পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ লালন শাহ্ ও লালন-গীতিক। মেথরে বিষ্ঠা টানে কেমন করে কোরানে । শুনি মাছ শব্দে একটা কথা । কেউ হচ্ছে কই, কেউ তো ভেদ৷ শৈল মাছের পেটে সাদা । গজারের চিতা কেনে । শুনি গাছ শঙ্গে একই কথা । গাছের জড় জমিনে পোতা কেউ হচ্ছে তরুলতা কর 11 লালন সাই ফকীরে বলে গাছের উপর আলোক লতা তার জড়টি ভাই কোন খানে ॥১ ©ᏩᎼ ওগো গোসাই চাদের মজার কথা এলাম আমি শুনে । শুনি তার মায়ের পেটে বাবার জন্ম হয় কেমনে । আসমানে তিন তারা ছিল । পাতালে তিন মরা ছিল । তারায় মরায় বতেছে ধারা মরার মাটী হয় কোন খানে । এটি লালনের গান নয় । ভাষাও নীরস