পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালনগীতিক €శి& උ68 প্রেম খেলা এশক মামলা সবাই জানে না । এশক বিনে মন মনুরা ভাব কখনও জানে না । প্রেম করেছে এবরাহিম এসমাইলকে কোরবানী দিল, কোরবানী কোরবানী নয় রে প্রেমের বাহানী ।। প্রেম যোগে মুছা নবী, যাচ্ছে না কুহতুর পাহাড়ে, পাহাড়টা টলিয়া প’ল মুছা প’ল না। মজনু যেমন লায়লার তরে ঘুরে বেড়ায় ত্রি-সংসারে, ফরহাদ যেমন শিরি বিনে জগত দেখে অন্ধকাঃ আশকে মাইনাল বলে খোদার সাথে প্রেম করিলে সিরাজ সাই কয় অবোধ লালস সে ভেদ জানা গেল না ।” ১ মাইজভাণ্ডারী গান। খুব সম্ভবতঃ আবদুল্লাহ নামে কোনো কবির রচনা। আদর্শ পুথির ভণিতায় লালন ও সিরাজ শার নাম থাকলেও ‘আবদুল্লাহু’ ভণিতায় গানট পাওয়া যায়। লালনের গানের কোনো সংগ্রহেও এটি পাওয়া যায় নি ।