পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কলমী পুথি : শেখ জাহিদ বিরচিত হায়াত মাহমুদ বিরচিত বুরহানুল্লাহ বিরচিত দুদ, শাহ বিরচিত অধম কাঙ্গাল বিরচিত বাংলা সাহিত্যের ইতিহাস ১ম খণ্ড (পূর্বাধ) ৩য় সং, ১৯৫৯ । ১ম খণ্ড, অপরাধ কলি, ১৯৬৩। "আষ্ঠ পরিচয়’ ( বরেল মিউজিয়াম পুথিশালায় সংরক্ষিত ) রাজশাহী বিশ্ববিদ্যালয় । "ফকীর বিলাস’ (বর্তমান গ্রন্থকার-সংগৃহীত ও ব্যক্তিগত গ্রন্থাগারে-সংরক্ষিত) । ‘আহকামোল ইসলাম’ ও ‘নবীনামা’ (বর্তমান গ্রন্থকার-সংগৃহীত ও দিনাজপুর জিলার দীঘাবণ নিবাসী মোঃ খলীলুর রহমানের সেজন্যে প্রাপ্ত ) ৷ ‘লালন চরিত’; রচনা ১৩০৩ (= ১৮৯৬) । (যশোর জিলার হাটজগদল নিবাসী আবদুল লতীফ আফি আনহু সংগৃহীত ও র্তার সৌজন্যে প্রাপ্ত ) এর একটি অনুলিপি সম্প্রতি সাহিত্য পত্রিকায় এস, এম, লুৎফর রহমান প্রকাশ করেছেন । বর্ষা, ১৩৭৪ (= ১৯৬৭) । 'সহি আক্কেল নাম । ( রাজশাহী বিশ্ববিষ্ঠালয়ের অধ্যাপক শাহ আমজাদ হোসেনের সৌজন্যে প্রাপ্ত ) লালন শাহের নাম ও পরিচয়যুক্ত ও ১২৮৮ সালে ( = ১৮৮১) রেজিীকৃত পাট্ট দলীল । যশোরের চরচড়িয়া নিবাসী শাহ আমীর হোসেন সাহেবের সৌজন্যে প্রাপ্ত ।