পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( স ) দুদ, শাহের গান সম্প্রতি বাংলা একাডেমী থেকে বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর কর্তৃক সম্পাদিত হয়ে প্রকাশিত হয়েছে (১৩৭৩= ১৯৬৬) পাঞ্জ, শাহের কিছু গানও তৎপুত্র খোদাকার রফীউদ্দীন সাহেব স্বগ্রাম হরিশপুর থেকে প্রকাশিত ‘ভাব-সঙ্গীত’ নামক সংকলন গ্রন্থে দুদ, শাহ, জহীর উদ্দীন শাহ প্রভৃতির গানের সঙ্গে একত্রে প্রকাশ করেছেন (১৯৫৫) । গ্রন্থখানির বধিত দ্বিতীয় সংস্করণ ও সম্প্রতি প্রকাশিত হয়েছে (১৩৭৪=১৯৬৭) । উক্ত গ্রন্থে রফীউদ্দীন সাহেবের জ্যেষ্ঠ ভ্রাতা শামসুদ্দীন শাহেরও কিছু গান সংকলিত হ’য়েছে। এতদ্ব্যতীত বাংলা লোক সংগীতের ভাণ্ডারী ও প্রসিদ্ধ লোক-গীতি সংগ্রাহক অধ্যাপক মনসুরউদ্দীন সাহেব র্তার সাত খণ্ড ‘হারামণিতে পাগলা কানাই সহ অসংখ্য কবির লোক-গীতি স্থান পেয়েছে । কিন্তু সেগুলি যথাবিহিত সম্পাদিত হয়ে প্রকাশিত না হওয়ায় সে সব গানের যথার্থ মূল্যায়ন সম্ভব নয়। অবশ্ব এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় অধ্যক্ষ ও প্রফেসার ডক্টর মযহারুল ইসলাম সাহেব পাগলা কানাইয়ের গান যথাবিহিত সম্পাদনা করে এ বিষয়ে পথিকৃতের কাজ করেছেন ১৯৬১) । যতদূর জানা যায় ঢাকা জিলার বাইনখাড়া গ্রামের শেখ মদন, সিলেট জিলার দেওয়ান হাসান রাজা, শাহ আব্দুল ওহাব, শীতলাং ওরফে সলীম শাহ, যশোর জিলার দেয়াডাঙ্গ, নিবাসী ) এরফান শাহ, কুবীর শাহ, মাগুরার হায়দর শাহ ও তিনকড়ি দেওয়ান, খুলনা জিলার ম্যাকসমিলীর নৈমদী শাহ্, সান্তসার রঈস শাহ, মেছের শাহ, ময়মনসিংহের জালাল উদ্দীন প্রভৃতি অসংখ্য লোক কবি লালন শাহী ধারায় সংগীত চর্চা করেছেন। এদের মধ্যে অসংখ্য অমুসলিম কবিও রয়েছেন, যেমন ডক্টর ভট্টাচার্ধের “বাংলার বাউল ও বাউল গানে” উল্লিখিত চণ্ডীদাস গোসাই, হাউড়ে গোসাই, নি তাই খ্যাপা প্রমুখ। এদের সংগে কবীন্দ্র রবীন্দ্ৰ নাথ উল্লিখিত বিশাই ভূইমালী, গগণ হরকরা প্রভৃতি রয়েছেন। এদের গানও যথাবিহিত সম্পাদিত হয়ে প্রকাশিত হওয়া প্রয়োজন। এ বিষয়ে আমাদের লোক সঙ্গীতবিদ ও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করছি।