পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক। ত্রিশ হরফে কোরান লিখা রে কে তাহা বুঝেছে । ও তার হরফের মানে বুঝলে, পৃথিবীর ভেদ পাবে। ঐ ত্রিশ হরফে অজুদ খাড়া রে কে তাহা বুঝেছে । ও তার এক হরফ না থাকিলে অজুদ খুতা হবে । অধীন লালন কেঁদে বলে সিরাজ চাদের আশে । আর দশ হরফ বিলায়েতে আছে, চল্লিশ হরফ তাতে হবে। 8 ধন্ত আশকী জন। এ দীন-দুনিয়ায় । সে যে আশক ভরে গগনের চাদ, পাতালে নামায় । সুই ছিদ্রে চালায় হাতী বিনে তেলে জালায় বাতি, কখনও হয় সে নেস্ত গতি ঠাই অঠাই নেই । কাম করে না, নাম জপে না শুদ্ধ-দিল আশিক দেওয়ানা, তাইতে হয় সাই রববানা, মদত সদাই । ১. আজুদ = দেহ, অস্তিত্ব ( > আরবী অজুদ' )