পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

以 লালন শাহ ও লালন-গীতিকা আশিকের মাশুকই নামাজ যাতে রাজী হন বেনিয়াজ, লালন করে শৃগালের কাজ দিয়ে সিংহের দায় ।” ১. এই গানের ভণিতা অংশটি ‘লালন-গীতিকার ২৭• সংখ্যক গানের শেষে (পুঃ ১৮৩) আলগাভাবে জুড়ে দেওয়া হ’য়েছে। এবং অন্য একটি গানের শেষাধ এনে এ-গানে জুড়ে দেওয়া হয়েছে। ংশটুকু এই—(চতুর্থ লাইনের পর ) “আশকে বলিস আল্লাহ আবার তাও হ’য়েছে । মাশুকের যে হয় আশকী খুলে যায় তার দিব্য আঁখি নফস সাল্লাহ, নফ,স নবী দেখবে অনায়াসে । মুরশিদের হুকুম মানে দায়েমী নামাজ জানো, রসুলের যে ফরমান লালন তাই রচে । (লী-গী, পৃঃ ১৮১, ২৬৭ সংখ্যক গান ) বল বাইল, গানটি ভাব-সঙ্গীতে পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। (পৃঃ ১০০, ১৭ সংখ্যক গান)। আমাদের বই-এ ২১১ সংখ্যক গান হিসেবে প্রকাশ করা হয়েছে ।