পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ৯ আত্ম-তত্ত্ব জানে যে, সব খবরের জবর সে লালন বলে, ভেদ না জেনে পড়বি গোলমালে ।। ১ 4 যদি শরায় কার্য সিদ্ধি হয় । তবে মারেফতে কেন মরতে যায় । শরীয়ত" আর মা'রেফত যেমন দুগ্ধেতে মিশান মাখন মাখন তুললে দুগ্ধ তখন ঘোল বলে তা তো জানে সবায় ১. “লালন ফকীর ফেরে প'লো নিগুঢ় পথ ভুলে ।” ( লী-গী, পৃঃ ১৯২ ) টীকা— ইসলামে সাধনার প্রধান চারটি স্তর— শরীয়ত তরীকত মারেফত হকীকতের ব্যাখ্যা দ্রষ্টব্য ( ইসলামী ফকীরী তত্ত্ব অধ্যায় ) সালিক—আঃ—পথিক ( অধ্যাত্ম সাধনার পথিক ) মজদুব—সাধন পথে যে পথিক বাহুজান হারা হয়ে নিরস্তর আল্লার ধ্যানে রত থাকে (মস্তান ) । ২. শরীয়ত এখানে "দুধের এবং 'মা'রেফত’কে ‘মাখনের সংগে তুলনা করা হয়েছে। দুধের মাখন তুলে নিলে ঘোল ছাড়া আর কিছু থাকে না ।