পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। মারফতে মূল বস্ত বাণী । শরিয়ত তার সরপোষ জানি মুচাইলে সরপোর্য খানি বস্ত নেয় কি সরপোষ ধরে রয় । আঙ্কেলও আওউল দরিয়া দেখ না মন তাতে ডুবিয়া মুরশিদ ভজন যে লাগিয়া লালন বলে, ভুল সবায় ৷ br আশকে উন্মত্ত যারা। তাদের মনের বিয়োগ জানে তারা । কোথা বা শরার টাটি আশকে বেভুলা সেটি মাশুকের চরণ দু’টি নয়নে আছে নিহারা । মাশুক রূপ হৃদয়ে রেখে থাকে সে পরম সুখে, শত শত স্বগ দেখে মাশুকের চরণে ধর । না মানে সে ধর্মাধৰ্ম না মানে সে কর্মাকম যার হয়েছে বিকার সাম্য লালন কয় তার করণ সারা ।।