পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক ృS) ১১ পড়গা নমাজ ভেদ বুঝে । বরজোখ নিরিখ না হলে ঠিক নমাজ তার হয় মিছে । • আপনি কেন আপন পানে তাকাও নমাজে বসে । আত্তাহিয়াত, রূকু, সালাম তাহার প্রমাণ আছে ।। ২ সুন্নত, নফল, ফরজ ॥৩ সকল রিকাত গোনা নমাজ । থাকলে এসব হিসাব কেতাব, বরজোখ ঠিক রয়কিসে।। শুনে তার ভজনের হুকুম ছাদের করিয়াছে । লালন বলে, আঁধলা ইমাম ইক্-তাদ নাই তার পিছে।” ১ “নামাজ আরো মিছে” ; ২. ‘আত্মাহিয়াত রূকু সালাম তাহার প্রমাণ অাছে।” ৩. “সুন্নত করন নফল সকল রেকাত গোনা নামাজে ;” ৪. লালন বলে, আন্দলী এমাম ইস্তিল। নাই তার পিছে । (লা-গী,পৃঃ ১৪৪) বলা বাহুল্য, ‘লালন-গীতিকা’র এই পাঠ-বিকৃতির মূলে পুথির গলত যাই থাক, শব্দগুলির উদ্দিষ্ট অর্থ ধরতে না পারায় এই বিপদ ঘটেছে মনে হয় ।