পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 S. লালন শাহ ও লালন-গীতিক ృషి পড়গা নমাজ জেনে-শুনে । fনয়েত বাধগ৷ মানুষ-মক্কা পানে । মানুষে মনস্কামনা সিদ্ধি কর বর্তমানে । দেখ খেলছে খেলা বিনোদ-কলা ; এই মানুষের তন-ভুবনে । শতদল পয়েতে কালার, আসন স্বর্ণ সিংহাসনে । চোদ ভুবন ফিরায় নিশান ঝলক দিচেছ নয়ন-কোণে । মুরশিদের মেহেরে মোহর যার খুলেছে সেই তা জানে, বলছে লালন, ঘর ছেড়ে ধন খুজিস কেন বনে বনে । “শতদল কমলে কালার অভ্যাসন” ; ২. “শুন্য সিংহাসনে ৷” (লা-গী,পৃঃ ১৯৯) নামাজ ও নমায দুই বানানই চলছে। ধ্বনিতত্ত্বের দিকে লক্ষ্য রেখে নমায বানান পণ্ডিত সমাজ স্থির করেছেন । বর্তমান গ্রন্থে উভয় বানানই রয়ে গেছে । অবশ্যি লালন ঠিক কোন বানান অবলম্বন করেছেন বোঝবার উপায় নেই ।