পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিকা ১৩ : পড় রে দায়েমী নমাজ, এ-দিন হলো আখেরী । মাশুক রূপ হৃদ-কমলে,দেখ আশিকের বাতি জেলে, কি বা সকাল, কি বৈকালে, দায়েমীর নাই অবধারী । সালেকের বাহ্যপান ; মজদুবী আশেক দেওয়ানা, আাশিকের দিল করে ফানা, মাশুক বই অন্যে জানে না, আশা ঝ.লি লয়েই সে না ; মাশুকের চরণ ভিখারী । কিফায়া আইনী জানি,৩ এই ফরজ জাত-নিশ।নি দায়েমী ফরজ আদায় । যে করে তার জাতের ভয়, জাত-এলাহি ভাবে সদাই মিশাইয়া জাতে নূরী। ১. হৃদয়ে রেখে ; ২. পেয়ে ; ৩. জিনি ( লা-গী ); জিল্পি ( ভা-স ), ( আ-খা ), (লা-গী ) ‘লালন-গীতিকা’য় এই গানের শেষাংশ বলে অতিরিক্ত আট লাইন উদ্ধত করেছেন, কিন্তু আসলে তা অন্য গানের অংশ। উল্লেখ করা হয়েছে । যথাস্থানে তার