পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা S কোন প্রেমেতে গুরু হন ভব তরী কোত প্রেমেতে শিন্ত কাণ্ডারী, না জেনে লালল, প্রেমের অন্বেষণ প্রেম কর মিছে । * •e o পুলছিরাতের কথা কিছু ভাবিও মনে পার হতে অবশ্য একদিন হবে সেইখানে সে পথে ত্রি-ভঙ্গ বাক৷ তাতে হীরের ধার চোখ ঈমান আমান হলে পাকা ত্বরবে সেই দিনে । বলবো কি সেই পারের দু’স্কার চক্ষু হবে ঘোর অন্ধকার কেউ দেখবে না কার আকার কে যাবে কেমনে । ফাতেমা নবীর করণ তার দাওন ভরসা তখন এখন মেয়ে দোষো লালন দেখলে সামনে । “না জেনে লালন প্রেমের উদ্দীপন, পীরিত করে মিছে ৷” (লা-গী, ১৬৩ ২১