পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা २९ খাকি আদমের ভেদ সে ভেদ পশু কি বোঝে। আদমের কালেবে খোদা খোদে বিরাজে । আদম শরীর আমার ভাষায় বলেছেন অধর সাই নিজে । নইলে কি আদমকে সিজদা ফেরেস্তায় সাজে । শুনি আজাজিল খাস তন খাকে আদম তন গঠন গঠেছে । সেই আজাজিল শয়তান হল আশদম না ভজে । অাব খাক আগতশ বাদে ঘর গঠলেন জান মালেক মোক্তার সাই নিজে । লালন বলে এ ভেদ জানলে সব জানে সে যে ।” “আণব খাক আতস বাদে ঘর গঠন জান মালেক কোন চিজে। লালন বলে, এ ভেদ জানলে সব জানে সে যে ।” (ল-গী, গান ২৮৭, পৃঃ ১৯৫ ) २७