পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক S ૨૭ মনে না দেখলে নেহাজ ক’রে মুখে পড়লে কি হয়। মনের ঘোরে কেশের আড়ে পাহাড় লুকায় । আহমদ নামে দেখি মিম হরফটি নফী যে কয় । মিম গেলে সে কি হয় দেখ পড়-য়া সবায় আহাদ আর আহমদে এক লায়েক সে মর্ম কে পায় । ( ও সে ) আকার ছেড়ে নিরাকারে সিজ দা কি দেয় ॥২ জানাইতে ভজন কথা তাইতে খোদা ওলী রূপ হয় লালন গেল ঘোলায় পড়ে দাহ রিয়ার ন্যায় । ১. পাঠান্তর—“আহাদ আহমদে একলা এক সে, মর্ম যে পায় । ও সে আকার ছেড়ে নিরাকারে সেজদা দেয় ।” ২. দাহিরের স্থায় ( আদর্শ খাতা ) টীকা—“জানাইতে ভজন কথা’ ওয়ালিউম মুরশিদা’র ব্যাখ্যা দ্রষ্টব্য (শব্দসূচী ) ।