পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵ লালন শাহ্ ও লালন-গীতিক এই মানুষে সেই মানুষ আছে । কত মুনি-ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুজে । জলে যেমন চাদ দেখা যায়, ধরতে গেলে হাতে কে পায়, (ও সে) আলেক মানুষ তেমনি সদায়,* আছে আলেকে বসে । অচিন দলে ৎ বসতি ঘর, দ্বিদল পদ্মে বারাম যে তার । দ্বল নিরূপণ হবে যাহার, সে রূপ দেখবে অনায়াসে । আমার হল কি ভ্রান্তি মন আমি বাহিরে খুজি ঘরেরই ধন । সিরাজ সাই কয়, ঘুরবি লালল, আত্মতত্ত্ব না বুঝে। ՀԵ ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময় । যারে আকাশ-পাতাল খুজি এ দেহে সে রয়।

  • -ഷ- ജം = -

১. তেমনি সে থাকে সদায় (লা-গী, পৃঃ ৩ ) ২. ‘দেশে’ (লা-গী) ; ‘দলে’ (ম-লা-ফ, পৃঃ ২১ )