পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\} в লালন শাহু ও লালন-গীতিক ২৯ কেন খুজিস মনের মানুষ বনে সদায়। এবার নিজ আত্মা যে রূপ আছে দেখ সেই রূপ দীন দয়াময় । কারে বলি জীবের আত্মা ; কারে বলি স্বয়ং কর্তা, আছ দেখি ছাটা চোখে ভিস্কি লেগে মানুষ হারায় । বলব কি তার আজব খেলা, আপনি গুরু, আপনি চেলা ; পড়ে ভূত ভুবনের পণ্ডিত যে জন আত্ম-তত্ত্বের প্রবক্তা নয় ।।* পরম আত্মা রূপ ধরে, জীব-আত্মাকে হরণ করে, লোকে বলে যায় রে নিদ্রা" সে না অভেদ ব্ৰহ্মা ভেবে লালন কয় । ১. ‘আগু তত্ত্ব বত্তে লয়’ ( আদর্শ খাতা ) ২. ‘নিদ্রা’ শব্দটির তাৎপর্য কিছু বোঝা যায় না। মনে হয়, এখানে অঙ্গ কোনো শব্দ ছিলো। লোকমুখে বিকৃত হয়েছে।