পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ লালন শাহ্ ও লালন-গীতিকা যে স্তনের দুগ্ধ শিশুতে খায়, জেশকে মুখ লাগালে সেথা রক্ত পায়। ( ও সে ) অধমে উত্তম, উত্তমে অধম যে যেমন সে দেখতেছে । দুগ্ধ জলে মিশালে যেমন, হংসরাজে করে ভক্ষণ সেই দুগ্ধ বেছে ॥৩ সিরাজ সাই ফকীরে বলে, সব ফিকীর লালন ঘুরে বেড়ায়, ন। বুঝে ॥৭ ৩. সেই দুগ্ধেরে (আদর্শ খাত ) ; ৪ সব ফিকির না বুকে । (লা-গী, পৃঃ ৮১ ) বাংলার বাউল গানে একটি সম্পূর্ণ ভিন্ন পাঠ দেওয়া হয়েছে—দুই লাইনের পর থেকে— “পর্বতের চূড়ায় গঙ্গা, মাকড়সার আসে হস্তী বাধা, জলের ভিতরে ডাঙা, লোহার তারে টেউট ছেদা ডুবে দেখন, একবার ডুবে দেখনা ; কখন যায় ছিড়ে । ডুবলে ডাঙা পাই, এ কি অসম্ভব উঠলে ভেসে যাই, কাজ কর্ম সব বিষম তরঙ্গ সদাই বহিছেরে ; যে জন ডুবেছে সে জেনেছে । এর পর বাকী অংশ ঠিকই আছে । বসন্ত কুমার পাল মশায় ও অনুরূপ পাঠ তার গ্রন্থে প্রকাশ করেছেন। (ম-লা-ফ, পৃঃ ৫৭ )