পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা උළු ৩২ এই সুখে কি দিন যাবে। এক দিন হুজুরে হিসাব দিতে যে হ’বে । হুজুরে মন তোর আছে কবুলতি, তা কি মনে পড়ে না সিতি— বাকির দায় কখন আনিয়ে শমন পলকে তরংগ তুফান ঘটাবে। আইন মাফিক নিরিখ দিতে ওরে মন, কেনো এতো আঁড়ি গুড়ি তোর এখন, পত্তন যে সময় হইলে জমায় নিরিখ ভারি-পাতোল তাকি দেখ নাই ভেবে " ছাড় ছাড় ও মন ছাড় রে বিকার, সরল হয়ে যোগাও রাজ-কর, এবার প’লে বাকি উপায় কই আর দেখি লালন বলে, দায়মাল হবি মন তবে । , 'උථ মন আইন মাফিক নিরিখ দিতে ভাবে কি । কাল সমন এলে হবে কি । ভাবিতে দিন আখের হলো, ষোল আন বাকি প’লো, কি আলিসে ঘিরে নিলো, দেখলি নে খুলে আঁখি।