পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©85 লালন শাহ ও লালন-গীতিকা নিষ্কামী নিবিকার হলে, জ্যান্তে মরে যোগ সাধিলে, তবে খাতায় ওয়াশীল পাবে— নইলেই উপায় কই দেখি । শুদ্ধ মনে সকলি হয়, তাও ত এবার জোটে না তোমায়, লালন বলে, করবি হায় হায় ছেড়ে গেলে প্রাণ-পার্থী । ಲಿ 8 দেখ দেখ নুর পিয়াল আগে কবুল কর । আপন জান, পরিচয় করে, দেখ না খোদা কারে কয় । নুর মানে নিজ নবী আত্মা, আপন কালেবে আছে তা হায়াতে সে আছে নবী, এই চার যুগের পর । চিনতে যদি পার সেই নবী, এলেম হাছেল সেই হবি তোমার ঐ দীনের খুবি, প্রকাশ হবে দীপ্ত কার । STSTST AA AMSAAAAAAS AAAAA AAAA AAAAS ১. নিবিচার ; ২. জেনে (লা-গী, পৃঃ ২৬৩ )