পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। ডুব না জেনে ভুবতে চাও রে মন সমুদ্রে ভেসে বেড়াও কলার গাছ যেমন ফকীর সিরাজ সাই কয় ওরে লালন গুরুর চরণ কর সার । ළුද් ফেরেব ছেড়ে কর ফকীরী । দিন তোর হেলায় হেলায় হল আখেরী । ফেরেবী ফকীরী দাড়া, দরগা নিশান ঝাণ্ডা গাড়া, গলে বেঁধে ছড়া মুড়া শুধু শিরণী খাওয়ার ফিকীরী ॥ আসল ফকীরী মতে বাহ আলাপ নাই গো তাতে, চলে শুদ্ধ সহজ পথে, অবোধ গো-বধের চটক ভারী । নাম গোয়ালা গাভী ( ? ) ই ভক্ষণ তোমার দেখি তেমনি লক্ষণ, সিরাজ সাই কয়, অবোধ লাঙ্গন সাধুর কাজে কর জুয়াচুরি । ১ ছড়া মড়া (লা-গী, পৃঃ ৩০৬ ) ; ২. কাজি ( আদর্শ থাত )