পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

।লন শাহ্ ও লালন-গীতিক ইমান ধন আখেরের পুজি, সে ঘরে দিলে না কুজি, লালন বলে, হারলে বাজি শেষে কাদলে সারবে না । 8૨ যে পথে সাই চলে ফেরে তার খবর কে করে । সে পথে আছে সদায়, বিষম কাল নাগিনীর ভয়, যদি কেউ আন্দাজে যায় ওমনি উঠে ছো মারে ; পলক ভরে বিষ ধেয়ে তার উঠে ব্ৰহ্ম রক্সে রে । যে জানে উণ্টো মস্তর, খাটিয়ে সেহি তন্তর গুরু রূপ করে নযর বিষ ধরে সাধন করে । তার করণ রীতি সাই দরদী দরশন দিবেন তারে সেহি যে অধর ধরা যদি কেউ চাহে তারা চৈতন্য গুণীন যারা গুণ শেখে তাদের দ্বারে । 8S