পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ર S লালন শাহ ও লালন-গীতিক। সামান্তে কি পারবি যেতে সেই কোহ কাফের - ভিতরে । ভয় পেয়ে জন্মাবধি সে পথে না যাই যদি, হবে না সাধন সিদ্ধি তাই শুনে নয়ন ঝরে । লালন বলে, যা করেন সাই থাকতে হয় সেই পথ ধরে । 8Ꮼ করিয়া বিবির নিহার, রসুল আমার কই ভুলেছে রববান । জাত ছিফাতে মিশে আছে দোস্তি করেছে কেউ কাবো ভুলতে পারে না । খুদি মর্ম কথা, পাবি কোথা চোঁদ নিকা কই করেছে চেীদ ভুবনের পতি চোঁদ নিক। তার নমুনা । কুপরাপের ভিতরে