পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক 86; 8ぐり আজব আয়না মহল মণি গভীরে । সেথা সতত বিরাজে সাইজি মেরে । পূর্ব দিকে রত্ন-বেদী তাহার উপর খেলছে জ্যোতি তারে যে দেখেছে ভাগ্য গতি এবার সে জনা সচেতন সব খবরে । জলের ভেতর শুকনা জমি আঠার মোকাম তায় কায়েমি নিঃশব্দে শব্দের উৎগামী সে মোকামীর খবর জানগা যা রে । মণিপুরের ঘাটে মনোহারি কল তেহাট ত্রিপিণে তায় বাকা নল মাকড়ার সাশে বন্দী সে জল লালন বলে, সন্ধি বুঝবে ফেরে । 8Ꮈ মনের মানুষ খেলিছে দ্বিদলে । যেমন সৌদামিনী মেঘের কোলে । ও সে রূপ নিরূপণ হবে যখন মানুষ ধরা যাবে তখন; জনম সফল হবে, রূপ দেখিলে । আগে না জেনে দিল-উপাসন ১ তেহাটা ত্রিবেণী ( লা-গী, পুঃ ৩৭ ) ২. দল নিরূপণ (লা-গী, পৃঃ ৫৫ )