পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক ধ্যানী জ্ঞানী মুণি জনা, প্রেমের খাতায় সই পড়ে না, প্রেম-পীরিতের উপাসনা, কোন বেদে নাই । প্রেম পাপ কি পূণ্য হয় রে, চিত্র-গুপ্ত লিখতে নারে, সিরাজ সঁাই কয়, লালন তোরে তাই জানাই । 8న যে জন দেখেছে অটল রূপের বিহার । মুখে বলুক কিবা না বলুক সে থাকলে ঐ নিহার) । নয়নে রূপ না দেখতে পায়, নাম মন্ত্র জপিলে কি হয়, নামের তুল্য নাম পাওয়া যায়, রূপের তুল্য কার । নিহারায় গোলমাল হলে, পড়বি মন কু-জনার ভোলে, আখের গুরু বলে ধরবি কারে তরংগ-মাঝার । _ CCSTA LSSSMMMSSMM MM SMMMSTS ১. “সে রাখবে ওই নেহার’ ( বা-বা-বা-গা, পৃঃ ৫০