পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br লালন শাহ্ ও লালন-গীতিকা স্বরূপে রূপের* ভেলা ত্রি জগতে করছে খেলা, অধীন লালন বলে, মন রে ভোলা কোলে ঘোর তোমার । 6 o অনেক ভাগ্যের ফলে সে চাদ কেউ দেখিতে পায় । অমাবস্যা নাই সে চাদে, দ্বিদলে তার কিরণ উদয় । বিম্মু মাঝে সিন্ধু বারি, মাঝখানে তার স্বর্ণগিরি ॥২ অধর চাদের স্বর্ণপুরি° সেই তো তিল পরিমাণ জায়গায় ।” যেথা রে সে চন্দ্র ভুবন, দিবা রাতের নাই আলাপন, কোটী চন্দ্র জিনি কিরণ বিজরী সঞ্চারে সদায় । ১. ‘স্বরূপ-রূপের রূপের ভেলী’ (লা-গী, পৃঃ ১৪ ) ‘স্বরূপ-রূপের রূপের ভেলা’ ( বা বা-বা-গা, পৃঃ ৫• ) ২. শুষ্ক গিরি (লা-গী, পৃঃ ৭৫ ) “বিলু নালে সিন্ধু বারি মাঝখানে তার স্বর্ণ গিরি।” (ব-বা-বা গ, পৃঃ ৪৮) ৩. শূন্ত পুরী (লা-গী ) স্বর্ণপুরী (বা-বা-বা-গ৷ ) ৪. সেই তো তিল-প্রমাণ জাগায় (লা-গী ) সেই তো তিনি প্রমাণ জানায় ( বী-বী-বা-গ৷ )