পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6. লালন শাহ্ ও লালন-গীতিক (o) কি শোভা দ্বিদল পরে । রসমণি মাণিকের রূপ ঝলক্ মারে । আবিস্ব স্তম্ভেতে অনিত্য গোলোক ১, বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক ; হলে দ্বিদল নির্ণয়, সব জানা যায়, অসাধ্য থাকে না সাধন দ্বারে ।। ২ শতদল কিংবা সহস্রদল, রস রতি রূপে করে চলাচল (ও সে ) দ্বিদলে স্থিতি, বিদ্যুত আকৃতি, ষোলদলে বারাম যোগাস্তরে ।” ষড়োদলে সে তো ষড়তত্ত্ব হয়, দশম দলের মৃণাল গতি গংগাময়5 অগতির ধারা তার, ত্রিগুণ বিচার লালন বলে, গুরু অনুসারে । অবিশ্ব সম্মতে সানিত্য গোলোক (ম-লা-ফ, বসন্তবাবু, পৃঃ ৩৭ ) ; ‘প্রসন্ধি থাকে না সাধন দ্বারে’ ( ম-লা-ফ ) ; “প্রসঙ্গ থাকে না সাধন দ্বারে’ ( লা-গী পুঃ ১৫৬ ) ; ৩. 'ষড়দলে বারাম যোগাল তারে” (লা-গী ) ; ৪. ‘গঙ্গা বয়' ( লী-গী ও ম-লা-ফ ) *ও গো তীর ধারা তার, শ্ৰীগুণ বিচার লালন বলে গুরু অনুসারে ।’ (ম-লা-ফ, পৃঃ ৩৭) “ও গো তিরোধারা তার, ত্রিগুণ বিচার” (লা-গী, পৃঃ ১৫৬ )