পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। (#8 কি শোভা দিলময় । মন-মোহিনীর রূপ ঝলক দেয় । কিবা রে রূপের বাখানী লক্ষ লক্ষ চন্দ্র জিনি ; ফণী মণি সৌদামিনী, সে রূপের তুলনা নাই । সহজ মুরসের গোড়া” রস কুপে আছে ঘেরা ; কিরণ চমকে পারা দ্বিদলে ব্যাপিত হয় । সে রূপ জাগে যার নয়নে কি কাজ তার বেদ-সাধনে । দীনের অধীন লালন ভণে, রসিক হলে জানা যায় । ($6. কিবা রূপের পুলক ঝলক দিচ্ছে দ্বিদলে । সে রূপ দেখলে নয়ন যায় ভুলে । ফণী মণি সৌদামিনী, জিনি এ রূপ উজ্জ্বলে । S AAAAAS SSMSSSMSSSMSSSMSAASAASAASAAAS too. --ബ==-- - ১. গোরা (লা-গী, পৃঃ ৮৩ )