পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোতা-কাহিনী ఏ: লিপিকরদের, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে ।” । জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনি ভাগিনার গলায় সোনার হার চড়িল । (t শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাখ ঘণ্টা ঢাক ঢোল কাড়া নাকাড়া তুরী ভেরি দামামা র্কাশি বাশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগবন্ফ। পণ্ডিতের গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন । মিস্ত্রি মজুর স্যাকরা লিপিকর তদারকনবিশ আর মামাতো পিসতুতো খুড়তুতো এবং মাসতুতো ভাই জয়ধ্বনি তুলিল । ভাগিনা বলিল, “মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন !” মহারাজ বলিলেন, “আশ্চর্য্য ! শব্দ কম নয়।” ভাগিনী বলিল, “শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নাই।”