বিষয়বস্তুতে চলুন

পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার ভোজরাজের দেশে যে-মেয়েটি ভোর বেলাতে দেবমন্দিরে গান গাইতে যায় সে কুড়িয়ে পাওয়া মেয়ে । আচাৰ্য্য বলেন, “একদিন শেষরাত্রে আমার কানে একখানি মুর লাগল। তার পরে সেইদিন যখন সাজি নিয়ে পারুল-বনে ফুল তুলতে গেছি তখন এই মেয়েটিকে ফুলগাছতলায় কুড়িয়ে পেলেম ।” সেই অবধি আচাৰ্য্য মেয়েটিকে আপন তমুরাটির মত কোলে নিয়ে মানুষ করেচে ; এর মুখে যখন কথা ফোটেনি এর গলায় তখন গান জাগল। অাজ আচার্য্যের কণ্ঠ ক্ষীণ, চোখে ভাল দেখেন না । মেয়েটি তাকে শিশুর মত মানুষ করে। কত যুবা দেশ বিদেশ থেকে এই মেয়েটির গান শুনতে আসে। তাই দেখে মাঝে মাঝে আচার্য্যের